
ভারতের বিপক্ষে চীনের প্রস্তুত যুদ্ধবিমান, দু’দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থান
ভারত এবং চীন সীমান্তের মধ্যে এখনো উত্তেজনা থামেনি,
প্রতিনিয়ত বেড়েই চলছে দুই দেশের মধ্যে উত্তেজনা।
দুই দেশের সীমানা অঞ্চলগুলোতে বাড়িয়ে নেয়া হয়েছে সামরিক বাহিনী।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক নিউজে বলা হয়েছে,
লাদাখ চীন সীমান্তে তাদের সামরিক বাহিনী বাড়ানো হচ্ছে।
লাদাখের প্যাংগং লেক থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বিশেষ শক্তি সম্পন্ন চীন দেশের যুদ্ধ বিমান।
ভারত সেনাবাহিনী এবং চীন সেনাবাহিনীরা লাদাখে আশেপাশে প্রায় তিন হাজার কিলোমিটার পর্যন্ত তারা মুখোমুখি অবস্থান করছে।
কিছুদিন আগে ভারত সেনাবাহিনী এবং চীন সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি সংঘর্ষের কথা জানা গেছে।
এসব কিছু কে কেন্দ্র করে ভারত সেনাবাহিনী এবং চীন সেনাবাহিনী দের মধ্যে একটা কঠিন পরিস্থিতি অবস্থান করছে।
স্যাটেলাইট এর একটি ছবি প্রকাশ করে ভারতের গণমাধ্যম এনডিটিভি সংবাদে দাবি করেছেন,
লাদাখ থেকে কিছু দূরে চীন সেনানীদের যুদ্ধবিমান আছে বলে দাবি করেছেন এই গণমাধ্যমটি।
এরপরেও দুদেস তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য ইতিমধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।
চীনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মাঝে এখনও পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক আছে বলে ওই বিবৃতিতে বলা হয়।
চীনের পাশাপাশি ভারত লাদাখ সীমান্তে তাদের যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে মজুদ করে রেখেছেন ভারত।
Leave a Reply