October 8, 2021 || 5:24 pm

ব্যস্ততা বেড়েছে চিত্র নায়িকা পরিমনির..!

একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন’ হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আগের তুলনায় তার ‘ব্যস্ততা বেড়েছে। সম্প্রতি তিনি নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’’- ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।”

এ ছবিতে একজন মায়ের চরিত্রে প্রথমবারের ‘মতো অভিনয় করবেন তিনি। তবে চলতি বছর তার কোনো সি’ডিউল নেই। তাই এ ছবির জন্য আগামী বছরের জানুয়ারিতে সময়’ দেবেন তিনি।

অন্যদিকে এ ছবির আগেই গিয়াসউদ্দিন সেলিমের ‘‘গুনিন’- এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ১০ই অক্টোবর থেকে এ গু’ণী নির্মাতার ওয়েব সিরিজটির কাজ শুরুর কথা রয়েছে।’

এর বাইরে পরীমনির হাতে আছে আরও কমপক্ষে হাফ’ ডজন ছবির প্রস্তাব। তবে সেগুলো ভেবে-চিন্তেই পাকাপাকি ক’রবেন তিনি।’

এদিকে, চলতি মাসেই ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের কাজও’ শুরুর কথা রয়েছে তার। এটি পরিচালনায় রয়েছেন রশীদ প’লাশ। চিত্রনাট্যে গোলাম রাব্বানী। অন্যদিকে খুব দ্রুতই তিনি ‘শুরু করবেন চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’- ওয়েব সিরিজের শু’টিং।

এছাড়া ‘বায়োপিক’- ছবির কাজও রয়েছে এ নায়িকার হাতে’।’ ক’দিন আগেই পরী শুটিং শেষ করেছেন ‘মুখোশ’- ছবির। মুক্তি’র অপেক্ষায় আছে সিয়ামের সঙ্গে তার করা ‘অ্যাডভেঞ্চা’র অব’ সুন্দরবন’- ছবিটিও। সব মিলিয়ে পরীর কদর যেন বাড়ছে দিন দিন।’

সিনিয়র থেকে চলতি প্রজন্মের নির্মাতারা পরী’কে দিয়ে ছবি বানাতে চাইছেন। বিষয়টি নিয়ে পরীমনি বলেন, স’ত্যি বলতে এতগুলো ভালো ছবি একসঙ্গে হাতে আ’সবে ভাবি’নি। আমি আমার প্রযোজক-নির্মাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো তাদের ও দর্শকদের প্রত্যাশা পূরণে’র। ‘নিজের শতভাগ দিয়েই কাজগুলো শেষ করবো।’

Related Posts
x