বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে সরে দাঁড়াবেন?

সামনে ফেব্রুয়ারির 7 তারিখ আসলে খালেদা জিয়ার দুই বছর কারাভোগ পূরণ হবে ।
বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি, এবং ওই মামলার জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয় ।
কারাদণ্ড হওয়ার পর বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি শীঘ্রই আবার ফিরে আসবো, এবং বিএনপি’র নেতা-কর্মীরা বলেছিলেন আমরা বেগম জিয়াকে অতিশীঘ্রই ফিরিয়ে আনবো ।
কিন্তু বাস্তবে তা হয়ে ওঠেনি ।

খালেদা জিয়ার মুক্তির জন্য তিনটি পথ খোলা ছিল,
কিন্তু সেগুলো কোনটাই কাজে লাগাতে পারেনি ।
১) আইনি লড়াই :- খালেদা জিয়ার আইনজীবীরা আইনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তি করতে পারত,
কিন্তু বিএনপি’র আইনজীবীরা তার করে উঠতে পারেনি ।
২) বড় আন্দোলন :- বেগম জিয়াকে বন্দরের মাধ্যমে মুক্তি করা যেত,
কিন্তু বিএনপির আন্দোলন দেওয়ার কথা তো দূরের কথা তারা কর্মসূচি দেয় না,
যদি বড়োসড়ো কোন আন্দোলন দিত,
তাহলে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তি করা যেত।
৩) রাজনৈতিক সমঝোতা :- রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্তি করা যেত ।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে সরে দাঁড়াবেন, এবং প্যারোলের আবেদন করবেন ।
কিন্তু বেগম জিয়া ক্ষমা চাইবে না, এবং নিজের দোষ স্বীকার করবে না ।
সরকার তাকে প্যারোলে মুক্তি দেবে কিনা এইটা প্রশ্ন উঠে এসেছে ।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে আগামী শুক্রবার অথবা শনিবার বেগম খালেদা জিয়ার প্যারোলে স্বাক্ষর করবেন ।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *