
বুলবুলের রাতে জন্মনিলো দুই ‘বুলবুলি’
ঘূর্ণিঝড় বুলবুলের সাথে মিল রেখে পটুয়াখালী-বাগেরহাট আশ্রয়কেন্দ্রে জন্ম নেয়া দুই নবজাতকের নাম রাখা হয়েছে বুলবুলি।
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে রক্ষা পেতে শনিবার দুপুরে কলাপাড়ার হুমায়রা বেগম আশ্রয় নেন নীলগঞ্জ এলাকার একটি আশ্রয় কেন্দ্রে,আর সেখানেই তিনি এক কন্যা সন্তান জন্ম দেন।
কন্যাসন্তানটির নাম তিনি ঘূর্ণিঝড়ের সাথে মিলিয়ে বুলবুলি আক্তার বন্যা রাখেন।
অপরদিকে শনিবার রাতে মোংলা আশ্রয় কেন্দে আশ্রয় নেয়া হানুফা বেগমও একটি কন্যা সন্তান জন্ম দেন।
তিনি ঘূর্ণিঝড়ে নামের সাথে মিল রেখে কন্যার নাম রাখেন বুলবুলি।
Leave a Reply