
বুড়িগঙ্গা নদীতে যাত্রীবোঝাই লঞ্চডুবির ঘটনায় যাত্রীদের মৃত্যু
রাজধানীর বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার এলাকায় ২টি লঞ্চ ধাক্কা খেয়ে একটি লঞ্চ ডুবে যায়।




সিসি ফুটেজ ভিডিও অনুসারে দেখা যায়, বড় একটা লঞ্চ এবং ছোট একটা লঞ্চ একসাথে আসার সময় ছোট লঞ্চটি বড় লঞ্চের সামনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে ছোট লঞ্চ ডুবে যায়।




ডুবে যাওয়া লঞ্চটির নাম ছিল মর্নিং বার্ড, এবং বড় লঞ্চটির নাম ছিল ‘ময়ূর-২’।




লঞ্চটি ডুবে যাওয়ার ফলে সেখানে ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনীর উদ্ধারকর্মীরা ওখানে উদ্ধার কাজ চালায়।




উদ্ধারের সময় লঞ্চের ভেতর থেকে নিহত যাত্রীদের পানির উপরে উঠিয়ে নিয়ে আসে।




ধারণা করা হয়েছে যে লঞ্চটি ডুবে গেছে, ওই লঞ্চে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল।




উদ্ধারকাজ শেষে যেসকল মৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে, পরবর্তীতে তাদেরকে আত্মীয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।




Leave a Reply