বিয়ের পর শ্রাবন্তীর সুখবর!

এই বছরের এপ্রিলে তৃতীয়বারের মত বিয়ের পীড়িতে বসেছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।বর্তমান বর মন্টি সিং রোশান এর সঙ্গে বিয়ের আগে এক বছর ছুটিয়ে প্রেম করেছিলেন তিনি।মন্টি সিং পেশায় একজন কেবিন ক্রু সুপারভাইজার ও জিম চেইনের মালিক।বিয়ের পর সকল সমালোচনা কে বুড়ো আঙুল দেখিয়ে দুইজন বালিতে পাড়ি জমিয়েছিলেন হানিমুন করতে।সেখান থেকে সোস্যাল মিডিয়া তে নিয়মিত ছবি আপলোড করে সমালোচকদের জানান দিয়েছিলেন তোমাদের সস্তা সমালোচনার পরোয়া আমরা করি না।স্বামী মন্টি তার ইন্সটাগ্রাম একাউন্টে তাদের অনেক অন্তরঙ্গ ছবি প্রকাশ করে জবাব টা আরোও কড়া ভাবে দিয়েছেন।

বিয়ের দীর্ঘ তিনমাস পর ভক্তদের সুখবর দিলেন শ্রাবন্তী।বিয়ের পর তার জীবনে এটা প্রথম সুখবর নয়,তবে তৃতীয় বিয়ের পর এটা তার প্রথম সুখবর ভক্তদের জন্য।আগামীকাল ৫ জুলাই মুক্তি পাবে শ্রাবন্তীর নতুন ছবি ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’।তৃতীয় বিয়ের পর এটা তার প্রথম ছবি।এখানে তিনি রঞ্জা নামের একটি রোল প্লে করেছেন।তাদের পুরোনো বাড়িতে একটা যন্ত্রের মাধ্যমে ভূতদের সাথে যোগাযোগ করা যায়।সেখানে ভাল,খারাপ দুই প্রকার এর ভূতই আছে।নাম দেখেই বুঝা যাচ্ছে ভূতুড়ে গল্প নিয়েই এই সিনেমা তৈরি হয়েছে।শ্রাবন্তী ছাড়াও এই ছবিতে কলকাতার জনপ্রিয় নায়ক সোহম,বনি,গৌরব ও অভিনেত্রী ঋত্বিকা আছেন।ছবিটি পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *