
বিয়ে পিছিয়ে নেওয়াতে মন খারাপ ‘মিয়া খলিফার’
করোনায় মহামারী চলছে সারা বিশ্বে।
বিশ্বের প্রায় প্রতিটি দেশে হাজার হাজার মানুষ মারা গেছে।
করোনাভাইরাস থেকে বাঁচতে প্রতিটি দেশে লকডাউন দিয়েছে।
এই লকডাউনে খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য, রাস্তা-ঘাট, হাট-বাজার, মার্কেট সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে।
লকডাউন এই অবস্থা হয়েছে সাবেক পর্নস্টার মিয়া খলিফার।
আগামী জুন মাসে মিয়া খলিফার সাথে তার বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু বিশ্বব্যাপী এই কর্নার মহামারীতে মিয়া খলিফার বিবাহ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে নেওয়া হয়েছে।
মিয়া খলিফা একসময়ের নাম্বার ওয়ান পনস্টার ছিলেন।
মিয়া খলিফা নিজেই সোশ্যাল মিডিয়ার ফেসবুকে তার এই বিয়ের বার্তা দিয়েছিলেন।
মিয়া খলিফা ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন, ‘রবার্টের সঙ্গে বিয়ের আগেই যদি পৃথিবী শেষ হয়ে যায়,
তাহলে আমার আলমারিতে রাখা ১২টি পোশাকের যেকোনো একটি আমাকে পরিয়ে দিও।
এই পোশাকগুলোই বিয়েতে পরব বলে ঠিক করেছিলাম। জুন মাসে বিয়ের কথা ছিল।’
বিয়ে পিছানোয় মিয়া খলিফার মন ভীষণ খারাপ।
গত বছর মার্চে মিয়া খলিফা কে প্রপোজ করে রবার্ট।
তারা এক বছর জমিয়ে প্রেম করার পর আগামী জুনে বিয়ের কথা হয়েছিল।
করোনা ভাইরাসের কারণে আপাতত মিয়া খলিফা এবং রবার্টের পিছিয়ে নেওয়া হয়েছে।
Leave a Reply