বিপিএলে দল পেয়েছে আফ্রিকান তারকা রাসি ভ্যান ডার ডুসেন!

ফ্রাঞ্চাইজিই থাকবে কি থাকবে না সেটা নিয়ে যখন সবাই চিন্তিত,রাজশাহী কিংস সেখানে সম্পুর্ন ভিন্ন।একের পর এক বিদেশি তারকা ঘোষণা দিয়ে যাচ্ছেন তারা।
বিসিবি সংবাদ সম্মেলনে বিদেশী দলে ভেড়ানোর বিষয়টি পরিষ্কার না করলেও,ঠিকই মালিকানায় আগ্রহীদের দুজন করে বিদেশী খেলোয়াড় ভেড়ানোর ব্যবস্থা এখনো চালু রেখেছেন।
যদি রিটেনশন সিস্টেম না থাকে তাহলে ড্রাফটের বাইরে বিদেশী খেলোয়াড় দলে ভেড়ানোর সংখ্যাটাও বাড়তে পারে।
অন্যান্য ফ্রাঞ্চাইজির মত রাজশাহী ম্যানেজমেন্টও রিটেনশন সিস্টেম চালু রাখার ব্যাপারে আশাবাদী।ফ্রাঞ্চাইজি গুলো আইপিএল,পিএসএল এর মত আরোও বেশি রিটেনশন সংখ্যাও চেয়েছে।
ইতিমধ্যে তারা জানিয়েছে মিরাজ ও মুস্তাফিজ কে রিটেইন করতে চায়,এবং আইপিএল ফ্রাঞ্চাইজি গুলোর মত তারাও বিপিএল আয়ের লভ্যাংশ চায়।এটা নিয়ে বিসিবির সাথে বৈঠকে বসবে দলটি।
কোচ ল্যান্স ক্লুন্সনার,জেপি ডুমিনির পর আরেক আফ্রিকান ব্যাটসম্যান রাসি ভ্যান ডার ডুসেন কে দলে ভেড়ানোর ফলে রাজশাহী কিংস মোটামুটিভাবে দক্ষিণ আফ্রিকা কিংসে পরিণত হয়েছে!ক্যারিবিয়ান অলরাউন্ডার ডিজে ব্রাভো কেও এই আসরে রাজশাহী কিংস এর জার্সি তে দেখা যেতে পারে।
রাজশাহী কিংস এর সিইও তাহমিদ আজিজুল হক এক সাক্ষাৎকারে এসব কথা জানায় ।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *