May 11, 2022 || 9:55 am

বার্সেলোনার জয়, ছাপিয়ে আরাউহোকে নিয়ে শঙ্কা..!

মাঝমাঠে উপরে থাকা বলে হেড করতে, গিয়েছিলেন দুজনেই—দুই বার্সেলোনা সতীর্থ গাভি ও রোনাল্ড, আরাউহো। হেড গাভিই করলেন। কিন্তু সেটা করতে গিয়ে একজনের মাথার সঙ্গে অন্যজনের, মাথা লেগে গেল সজোরে।

আরাউহো পড়ে গেলেন সঙ্গে সঙ্গেই। উঠতে পারছিলেন, না। বেশ কিছুক্ষণ চিকিৎসার পর একবার, উঠে দাঁড়ালেন, হাটার চেষ্টাও করলেন। কিন্তু মাটিতে পড়ে গেলেন সঙ্গে সঙ্গেই। মাঠে ডাকা হলো, অ্যাম্বুলেন্স। তড়িঘড়ি করে বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডারকে পাঠানো হলো হাসপাতালে।

ঘটনাটা আজ ক্যাম্প ন্যু-তে সেল্তা ভিগোর, বিপক্ষে ম্যাচের ৬২ মিনিটে। ম্যাচটা শেষ পর্যন্ত ৩-১ গোলে, জিতেছে বার্সা। কিন্তু সেই জয় ছাপিয়ে এখন আরাউহোকে নিয়ে উদ্বেগটাই বেশি, বার্সেলোনার, ফুটবলপ্রেমীদেরও। হাসপাতাল থেকে যাতে কোনো, দুঃসংবাদ না আসে, এটাই এখন প্রত্যাশা সবার।

মাটিতে পড়ে থাকা আরাউহোকে তোলার, চেষ্টা করছে চিকিৎসক ও বার্সার সতীর্থরা
মাটিতে পড়ে থাকা আ,..রাউহোকে তোলার চেষ্টা করছে চিকিৎসক ও বার্সার সতীর্থরারয়টার্স

Related Posts
x