November 20, 2021 || 10:07 pm

বাগদানের খবর ভিত্তিহীন: প্রভা..!

অফিস কক্ষে উপজেলা চেয়ার‍ম্যানের আ’পত্তিকর ভিডিও ভাইরাল, (ভিডিও)
প্রভা আবারও আলোচনায়। এবার বাগদানের খবরে আলোচনায় তিনি। গণমাধ্যমে ছড়িয়ে পড়া বাগদানের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন সাদিয়া জাহান প্রভা।
অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ…!
প্রভা বলেন, এগুলো পুরোপুরি ভুয়া খবর। আমার সঙ্গে কথা না বলেই নিউজ করে দিয়েছে। যে আংটিকে বাগদানের বলা হচ্ছে সেটি আমার খালার। উনার গহনার বক্স থেকে আমি এটা নিয়ে এসেছি।
৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসে আটক হলেন ববি’র ছাত্রলীগ কর্মী..!
প্রভা আরও বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। যদি ভবিষ্যতে করি তাহলে অবশ্যই সাংবাদিকদের জানাব না। আপাতত কোনো রকম প্রেম, ভালোবাসা আমার মধ্যে বিরাজ করছে না। আমি আসলে আমার বাবা-মাকে নিয়েই ভালো আছি। আলহামদুলিল্লাহ।
৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসে আটক হলেন ববি’র ছাত্রলীগ কর্মী..!
সম্প্রতি প্রভার গাওয়া মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন প্রভা।
‘নেশাগ্রস্ত’ হয়ে লুটিয়ে পড়লেন নেহা কক্কর ও লিলি সিং….!

গান করা প্রসঙ্গে প্রভা বলেন, ছোটবেলা থেকেই আম্মু আমাকে দিয়ে গান করাতে চেয়েছিলেন। কিন্তু আমার ভালো লাগত না। বন্ধুদের সামনে গুনগুন করতাম, তারা প্রশংসা করত, উৎসাহ দিত।

আবারো কোমর দোলানো নাচ নেচে ভাইরাল শ্রীলেখা মিত্র

আজান শুনে বৃষ্টির মাঝেই মঞ্চে নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী..!

Related Posts
x