June 30, 2020 || 10:49 am

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড, একদিনে মৃত্যু ৬৪ জন

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে করনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানায়,

বাংলাদেশের গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয় ৬৪ জন মারা গেছে।
এই নিয়ে বাংলাদেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সর্বমোট ১৮৪৭ জন।

এছাড়াও বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ১৮৪২৬ টি নমুনা পরীক্ষা করে ৩৬৮২ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৬৮২ জন।

বাংলাদেশে এই নিয়ে মোট করোনা ভাইরাসে আক্রান্ত ধরা পড়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।

বাংলাদেশের গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৮৪৫ জন।
এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৯৬২৫ জন।

প্রতিদিন বাংলাদেশ করোনা ভাইরাসের রোগী বৃদ্ধি পাচ্ছে,
সেই সাথে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়েছে।

অনলাইন বুলেটিনের সময় তিনি বাংলাদেশের সকল মানুষদের কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সকল নিয়মকানুন মেনে চলার কথা বলেন।

সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা বা হাট-বাজার করার কথা বলে।
এবং সেইসাথে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

Related Posts
x