
বাংলাদেশকে ভালোবাসা দিয়ে মালদ্বীপকে পেঁয়াজ দিচ্ছে ভারত!
নিজের দেশে পেঁয়াজের ঘাটতি থাকায় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, কিন্তু মালদ্বীপে পেঁয়াজ রপ্তানির জন্য প্রয়োজনে আমদানি করবে বলে জানিয়েছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দেশে পেঁয়াজের সংকট থাকা সত্ত্বেও মালদ্বীপে পেঁয়াজ রফতানি করবে ভারত। এতে পরিমাণেরও কোনো হেরফের হবে না। আগে দেশটিতে যে পরিমাণ পেঁয়াজ রফতানি হতো সেই পরিমাণই রফতানি করা হবে পেঁয়াজ।
রোববার এক টুইট বার্তায় ভারতীয় মিশন জানায়,
“আমরা আমাদের বন্ধু রাষ্ট্র মালদ্বীপকে জানিয়ে রাখতে চাই যে আমাদের দেশে পেঁয়াজের ঘাটতি থাকা সত্ত্বেও আমরা মালদ্বীপকে পেঁয়াজ রপ্তানি করতে চাই প্রয়োজনে আমদানি করবো”
ভারত বাংলাদেশে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশের পেঁয়াজের বাজারে নেমে আসে অনেক বড় পরিবর্তন।
যেখানে আগে পেঁয়াজ এক গুণ ছিলো তা এখন দেশের জনগণকে তিনগুণ দিয়ে কিনতে হচ্ছে।
যদিও সরকারের পক্ষ থেকে অনেকবার পেঁয়াজের দাম কমানোর কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে দেশের পেঁয়াজের দাম কমানোর ব্যাপারে কোনো পরিবর্তন আসেনি। এতে করে দেশের সাধারণ জনগণ এখন ভুক্তভোগীর স্বীকার।
বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে প্রায় ১২০ টাকা থেকে ১৫০ টাকা করে বিক্রয় করা হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ, যার ফলে দেশের নিম্নশ্রেণীর মানুষদের খুব বেকায়দায় পরতে হচ্ছে।
Leave a Reply