
বড় সুখবর, আসছে ২০০ কোটি ‘করোনা ভাইরাসের’ ভ্যাকসিন!
বর্তমান সময়ে করোনা ভাইরাসের বিশ্বব্যাপী কে আতঙ্কে রেখেছে।
এই করোনাভাইরাস এর ভয়াবহতায় প্রতিটি দেশের অর্থনৈতিক দিকের ধস নেমেছে।
প্রায় প্রতিটি দেশের হাজার হাজার মানুষ এই করোনা ভাইরাসে মারা গেছে।




এই ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গোটা পৃথিবীর মানুষ অপেক্ষায় আছে পৃথিবীর মানুষ, কবে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে একটা সুখবর দেবে গোটা বিশ্বকে।




এবার সমস্ত পৃথিবীর মানুষকে একটি সুখবর দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী ড: সৌম্য স্বামীনাথন।




তিনি জানিয়েছেন পরবর্তী বছরের আগে এই প্রাণঘাতী করোনা ভাইরাসের ২০০ কোটি ভ্যাকসিন তৈরি করা হবে বলে আশা জাগিয়েছেন।
শুক্রবার (১৯ জুন) এক সংবাদ মাধ্যমে তিনি সমস্ত পৃথিবীর কাছে এই বার্তা পাঠিয়ে দেন।




তিনি বলেছেন আমাদের কাছে এই মুহূর্তে এই করোন ভাইরাসের কোনো প্রতিষেধক নেই, তবে আমাদের এইটা সৌভাগ্য যে আমরা এই বছরের শেষের দিকে ১জন বা ২ জনে কাছ থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের সাফল্য দেখতে পাবো।




যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন একটি প্রতিষেধক আবিষ্কার করতে ১২ মাস থেকে ১৮ মাস লেগে যেতে পারে,
গত মাসে গ্লোবাল ফার্মাসিউটিক্যালসের ফিজার জানিয়েছিলেন, অক্টোবরের শেষের দিকে আমরা করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে পারবো।




এছাড়াও সমস্ত পৃথিবীর প্রায় ১০০ টি সংস্থার মতো এই করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার এর জন্য উঠে পড়ে লেগেছে।




তবে আমরা আশাবাদী যে এর মধ্যে কোন একটি সংস্থা আশার আলো দেখাবে, মানুষের স্বপ্ন পূরণ করবে, এই ভাইরাস থেকে সমস্ত পৃথিবী কে বাঁচাবে,
আমরা সেই আশায় পথ চেয়ে আছি।




Leave a Reply