
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা খুব কম দেখা যায়; ডোনাল্ড ট্রাম্প
বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা হিসেবে আখ্যা দিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ওই চিঠিতে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন ট্রাম্পের ওই চিঠিতে বলেছেন ‘বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়’।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, গত সোমবার (২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কাছ থেকে চিঠি পেয়েছেন।
ট্রাম্পের ওই চিঠিতে বাংলাদেশের অনেক প্রশংসা করেছেন।
তবে কোভিড-১৯ এর মোকাবেলায় বাংলাদেশে যে প্রস্তুতি গ্রহণ করেছে এর প্রশংসা তিনি বেশি করেছেন।
এছাড়াও চিঠিতে আরও জানিয়েছে,
মায়ানমার থেকে আসা রোহিঙ্গা সংকট মোকাবেলার ব্যাপারে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২৭ এপ্রিল (সোমবার) মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি হস্তান্তর করে
Leave a Reply