
বগুড়া বন্ধু মেসে বই-খাতা নিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কলেজ ছাত্রী অর্পিতা সাহা
বন্ধু মেসে বই খাতা ও প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন আজিজুল হক কলেজের একজন ছাত্রী অর্পিতা সাহা।
রবিবার (১৭ মে) ওই ছাত্রী সকালে সিএনজি করে মেসের উদ্দেশ্যে রওনা দিলে শেরপুরে রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক দুর্ঘটনায় ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়।
ওই একই সিএনজির ওই কলেজছাত্রী ছাড়াও এক যাত্রীর প্রাণ চলে যায়।
সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে ওই ছাত্রী মেসেজ যাওয়ার উদ্দেশ্য করে সিএনজিতে ওঠে,
শেরপুরে আসার পর ওই সিএনজির সাথে বগুড়ার দিক থেকে আগত একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়।
এই দুর্ঘটনায় ওই সিএনজিটি দুমরে মচকে ভেঙ্গে যায় দিয়ে যায়, এবং ওই কলেজছাত্রীর মৃত্যুর পাশাপাশি একজন যাত্রীর মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন,
দুর্ঘটনার পর আহতদেরকে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে,
ওখান থেকে অ্যাম্বুলেন্স করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজছাত্রীর মৃত্যু হয়।
নিহত ওই ছাত্রী বগুড়া, সেউজগাড়ী ‘ইসলাম মঞ্জিল’ নামক এক মেসে থেকে পড়াশোনা করত,
নিয়ত অর্পিতা ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা,
তিনি ওই গ্রামের জীবন সাহার মেয়ে।
১৯ শে মার্চ করোনা সংক্রমণ ঠেকানোর জন্য বন্ধ ঘোষণা করলে,
কিছু বইখাতা ও আসবাবপত্র রেখে থেকে বাড়িতে চলে যায় ।
রোববার ওই নিয়ে যাওয়া বই খাতা ও আসবাবপত্র নিয়ে যাওয়ার জন্য বগুড়া আসার সময় এই ট্রাক দুর্ঘটনায় সে প্রাণ হারায়।
Leave a Reply