
ফেসবুক লাইভে এসে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা
ফেনীতে ফেসবুক লাইভে এসে এক যুবক তার স্ত্রীকে করেছে কুপিয়ে হত্যা করেছে।
অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ ।
বুধবার (১৫ এপ্রিল) ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহত গৃহবধূর স্বামী নাম অবায়দুল্লাহ টুটুল (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে কুমিল্লা জেলার গুনবতী এলাকার আকদিয়া গ্রামের তাহমিনা নামের এক মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।
প্রেমের মাধ্যমে তাদের বিয়েটি হয়।
পরিবারের অস্বচ্ছলতার থাকায় স্বামী-স্ত্রীর মাঝে প্রায় সময় ঝগড়া হতো।
স্বামী টুটুল মেয়ের পরিবারের কাছ থেকে কিছু টাকা নেয়।
ওই মেয়ের পরিবারের কাছ থেকে আরো টাকা চাইলে,
তারা টাকা মেয়ের পরিবার টাকা দিতে অস্বীকার করে।
পরে স্বামী টুটুল ফেসবুক লাইভে এসে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার স্ত্রী তাহমিনা কে হত্যা করে।
ফেনী থানার পরিদর্শক জানায়,
পরিবারের এই কোলাহলের কারণেই সে এই হত্যাকাণ্ড ধারণা করেছে বলে ধারণা করা হয় ।
তবে বিষয়টি তারা খতিয়ে দেখবে।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
Leave a Reply