May 15, 2020 || 10:50 am

প্রেমিককে কাছে পেতে নিজের মৃত্যুর ছবি স্বামীর কাছে পাঠালেন মুক্তি

প্রেমিকার সাথে থেকে নিজের স্বামীকে আত্মহত্যার নাটক করে ছবি পাঠিয়ে দিয়েছে এক বিবাহিত যুবতী।

সে তার বাস্তব জীবন টাকে সিনেমার মতোই করেছিলেন,
এবং তার ওইসব আত্মহত্যা নাটকের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে।

মেয়েটি নিজেকে লাশ বানিয়ে ছবি তুলে তাঁর পরিবার এবং স্বামীর কাছে ওই ছবিগুলো পাঠিয়ে দেয়,
তারপর মেয়েটি তার প্রেমিককে নিয়ে পালিয়ে যায়।

তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নাটোর পুলিশ ময়মনসিং জেলা থেকে ওই দুই দম্পতিকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৪ মে) এক ব্রিফিংয়ে নাটোর পুলিশ সুপার এই তথ্য গনমাধ্যমের কাছে প্রকাশ করে।

সূত্রে জানা যায়, পাবনা জেলার ঈশ্বরদী এলাকার বাসিন্দা আকমল হোসেনের স্ত্রী মুক্তির সাথে ফেসবুকে প্রেম হয় ময়মনসিংহের আবিদের।

গত ১১ মে মুক্তি তার বাবার বাড়িতে যেতে চান,
এবং তার স্বামীর কাছ থেকে যাওয়ার অনুমতি নেয়।

মুক্তি বাড়ি থেকে বের হয়ে নাটোরে গেলে আকমল হোসেন তাকে গাড়িতে করে তার বাড়ি ময়মনসিংহে নিয়ে যায়।

সেখানেই ওই গৃহবধূ মুক্তি মিথ্যা নাটক করে তার মৃত্যুর ছবি তোলে, এবং সেই ছবিগুলো তাঁর পরিবার এবং স্বামীর কাছে পাঠিয়ে দেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে আকমল হোসেন থানায় মামলা করে।

এরপর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ময়মনসিং থেকে ওই দুই দম্পতিকে গ্রেফতার করে।

Related Posts
x