
প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো; তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।
আজ সোমবার (১৮ মে) মেয়র অফিস কক্ষে এক ভিডিও কনফারেন্সে ঈদ শুভেচ্ছা হিসেবে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গোটা নগরবাসীকে।
সেই সাথে সবাইকে এই করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেছেন, সামনে ঈদ, আমরা এই করোনা মহামারীর মধ্যে এই ঈদকে উদযাপন করতে যাচ্ছি।
মুসলিম জাতির জন্য বড় উৎসব, এই ঈদকে আমরা বাহিরে বের না হয়ে পরিবারের সাথে ঘরে উদযাপন করব।
মেয়েরা আরো বলেন, করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যে নগরবাসী যেন সঠিক ও সুন্দরভাবে ঈদ উৎসব পালন করতে পারে,
এইজন্য নগরবাসী দরিদ্রদের পরিবারের কাছে ত্রাণ বিতরণ করতে যাচ্ছি।
করোনার এই মহামারী কেটে গেলে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাব।
Leave a Reply