‘প্রতারক সাহেদের ছবি ফেসবুকে ভাইরাল’

করোনা ভাইরাসের টেস্ট জালি’য়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক প্রতারক সাহেদকে গ্রেফতা’র করা হয়েছে।

বুধবার( ১৫ জুলাই) তাকে চরম নাটকীয়ভাবে সাতক্ষী’রার বাংলাদেশ-ভারত সী’মান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়।এর পরেই তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে প্রতারক সাহে’দের একটি ছবি সামাজিক যোগাযো’গ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়,

সাহে’দের শরীরে বি’ভিন্ন ধরনের মেডিকেল যন্ত্রপাতির অসংখ্য তার জড়ানো রয়েছে। তবে কি কারণে এবং কোথা’য় এই ছবি তোলা হয়েছে তা জা’না সম্ভব হয়নি।

এদিকে মো. সাহেদকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে’ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাকে মহানগ’র গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এদি’কে করোনা চিকিৎসার নামে প্রতার’ণার দায়ে সাহেদকে ১০ দিনের রিমান্ডে চাইবে ডিবি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাহেদকে আদালতে তুলে এ রিমান্ডের আবেদ’ন করা হবে বলে আজ বুধবার ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রিজে’ন্টের প্রতারণার মামলাটি ডিবি তদন্ত করছে।
মামলার প্রধান আসা’মি রিজেন্টের চেয়ারম্যা’ন সাহেদ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

বৃহস্পতিবার সকা’লে তাকে আদালতে পাঠানো হবে। সাহেদকে অধিকতর জিজ্ঞাসা’বাদের জন্য তার ১০ দিনের রিমা’ন্ড চেয়ে আদালতে আবে’দন করা হবে বলেও জানান তিনি।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *