পেঁয়াজের নতুন নাম উন্নয়ন ফল!: আন্দালিব রহমান পার্থ

দেশে পেঁয়াজের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হাচ্ছে এক সময় এই পেঁয়াজকে একদিন যাদুঘরে রাখতে হবে। পেঁয়াজ দিয়ে আর তরকারি রান্না করতে হবেনা।

এমনি মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর প্রেসিডেন্ট ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
আন্দালিব রহমান পার্থ তার ভেরিফাই করা ফেসবুক আইডি থেকে মন্তব্য করেন ”কয়েকদিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে , ছবি তুলে রাখবে আর তারপর পদ্মা সেতুতে দাড়িয়ে দুই হাতে দুটা পেয়াজ নিয়ে উন্নয়ন দেখবে ……পেটে লাথির উন্নয়ন …পেয়াজের নতুন নাম দেয়া উচিত ‘উন্নয়ন’ ফল ।।”

তার এই স্ট্যাটাসের সাথে একমত হয়ে মন্তব্য করেছেন হাজারো ফেসবুক ব্যবহারকারী।

দেশে বর্তমানে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ২২০ টাকার উপরে যা দেশের নিম্নশ্রেণীর মানুষের একদিনের আয়ের অর্ধেকের চাইতে বেশি।
যদিও বানিজ্য মন্ত্রী ও শিল্প মন্ত্রী অনেকবার বলেছেন দেশের পেঁয়াজের দাম কমানোর কথা কিন্তু বাস্তবিক অর্থে দেশে পেঁয়াজের দাম ক্রমেই বাড়তে চলেছে।

কয়েকমাস আগে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে সাথেসাথে দেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে।
এতে করে দেশের জনগণ অনেক বেকায়দায় পড়ে যায়, তারকারির সাথে বাধ্যগত এই মসলা ছাড়া যেকোনো তরকারি রান্না করা সম্ভব না।
তাই বাধ্য হয়ে দেশের জনগণকে চড়া মূল্যে কিনতে হচ্ছে পেঁয়াজ।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *