
পেঁয়াজের দাম ২৮০ টাকা! বিক্রি করছেনা পরিচিত ছাড়া
বরগুনা বেতাগী পৌর শহরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ২৮০ টাকা দরে,তাও পরিচিত ছাড়া বিক্রি করছেন না বিক্রেতারা।
শুক্রুবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন দোকানে ঘুরে দেখা গেছে পেঁয়াজ নেই বেশিরভাগ দোকানে।
যেসব দোকানে পেঁয়াজ পাওয়া যাচ্ছে সেগুলোতে আবার অপরিচিতদের কাছে বিক্রয় করা হচ্ছেনা পেঁয়াজ।
এ নিয়ে ক্রেতার ক্ষোভ প্রকাশ করলেও বিক্রেতেরা জানিয়েছে সরবরাহ না থাকায় এই অসুবিধায় পড়তে হচ্ছে। তাদের দাবি বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ সরবরাহ না হওয়ায় তারা পেঁয়াজ আনতে পারছেনা।
এদিকে কেউ কেউ বলছে বেতাগী বন্দরের মুদি ব্যবসায়ী তৈয়ব আলীকে বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে ১২ হাজার টাকা জরিমানা করায় বন্দর ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে পেঁয়াজ বিক্রি করবে না বলে জানিয়েছেন।
আবার উপজেলার বাহিরে ইউনিয়ন পর্যায়ে আসলে পেঁয়াজ পাওয়া যাচ্ছে তবে তাও ২৫০ টাকা থেকে ২৮০ টাকা দামে।
দেখা গেছে অনেকে পেঁয়াজ কিনতে এসে পেঁয়াজ না কিনেই বাড়ি ফিরে যাচ্ছেন।
অপরদিকে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও কোনো রকম স্বস্তি বা পেঁয়াজের দাম কমানোর কোনো দেখা মিলছেনা ক্রেতা বিক্রেতা কেউই।
সাধারণ মানুষের দাবি এভাবে পেঁয়াজের বৃদ্ধি পেতে থাকলে মানুষ পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করা ছাড়া উপায় থাকবেনা। তারা সরকারের দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান।
দেশের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে উঠছে পেয়াজ, তবে এ রেকর্ড আরো বড় হতে পারে বলে ধারণা দেশের ক্রেতা-বিক্রেতাদের মাঝে।
সূত্র- যুগান্তর অনলাইন নিউজ।
Leave a Reply