October 6, 2021 || 4:30 pm

পাড়ার অনুষ্ঠানে শাড়ি পরেই দুর্দান্ত নাচ নাচলেন যুবতী বৌদি, তুমুল ভাইরাল ভিডিও (ভিডিও)

ওড়িশার সুর আর গন্ধ নিয়ে বাঙা’লির মন জয় করে নিয়েছে ইমন চক্রবর্তী এবং সুরজিৎ চট্টোপা’ধ্যায় এর জনপ্রিয় গান “রঙ্গবতী”।”

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রা’য় ওড়িশার পুরনো সম্বলপুরী গান “রঙ্গবতী”কে ব্যবহার করেছেন’ গোত্র ছবিতে। একটু অন্যরকমভাবে মুক্তি পেয়েছিল এই ‘ছবির গান।

ছবিতে এই গানে দৃশ্যায়িত হয়েছে ওম সাহানি ‘ও দেবলীনা কুমার। গানটি সদ্য প্রকাশিত হওয়ার পর গৌরব’ চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, মানালি দে, মনামি ঘোষ’, সোনালী সকলেই কোমর দুলিয়েছেন এই গানে।%

২০১৯ সালে উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছ’বি “গোত্র” যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল আপামর বাঙালির। তা”র মধ্যে আরও জনপ্রিয় হয়েছে ছবির গান “রঙ্গবতী” গান।’

গানটি তৈরি করা হয়েছিল দর্শক ও শ্রোতারা যা’তে আনন্দ পায় সেকথা ভেবে। বিয়ে বাড়ি থেকে যে কোনও পা’র্টি, সবেতেই রঙ্গবতীর তালে কোমড় দোলাতে পছন্দ করেন আ’ট থেকে আশি সকলেই’

দেশ-বিদেশের বাঙ্গালীদের নেট দুনিয়ায় আলো’ড়ন তুলেছে এই গান। সেলিব্রেট থেকে শুরু করে আপামর জন’সাধা’রণ নেচে ভাইরাল হচ্ছে এই গানে।’

আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ‘ভিডিও আমরা ভাইরাল হতে দেখি। এই যেমন সাম্প্রতিক এক ‘বিয়ে বাড়ির মধ্যে প্রচুর লোকজনের সামনে রঙ্গবতী গানের ‘তালে অসাধারনভাবে ডান্স পারফর্ম করলেন দুই বৌদি।’

তাদের নাচ দেখে বাড়ির লোকজন এবং আত্মীয়রা’ হতবাক হয়ে গিয়েছে। বিয়ে বাড়িতে আনা হয়েছে ডিজে বক্স। ‘ডিজে বক্সে রঙ্গবতী গান চালানো হয়েছে’

সেই রঙ্গবতী গানের তালে উদ্দাম নাচলেন দুই বৌ’দি। কোন দিকে নজর নেই তাদের। নিজেদের মতো করে নাচ’তে ব্যস্ত তারা। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, বাড়ির উঠোনে নাচছেন দুই যুবতী ব’

তাদের পরনে সাধারণ শাড়ি। সাজ পোশাক বি’শেষ কিছু নেই। তাদের মধ্যে একজন পরেছিলেন লাল হলুদ র’ঙের সুতির ছাপা শাড়ি এবং অন্য আরেকজন লাল কালো রঙের একটি শাড়ি।

বিয়ে বাড়ির আনন্দের মধ্যে কোন এক অব’সরের নাচতে ব্যস্ত তারা। অবাক হয়ে তাদের নাচ দেখে মুগ্ধ হয়ে ‘গিয়েছে বিয়ে বাড়িতে আসা সকল লোক

এখানেই শেষ নয়। “ডানা কাটা পরি” নাম’ক কোনো একটি গানের তালে দেখা গিয়েছে এই বৌদিদের নাচ’তে। দেখেই বোঝা যাচ্ছে তারা নাচ না শিখেও নাচতে পারেন ভাল’ই।

অর্থাৎ তাদের মধ্যে রয়েছে অসাধারণ কিছু প্র’তিভা সকলে দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। “সোনালী বিকেল” নামক এ’কটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি পোস্ট করা হয়েছে এই ভি’ডিও। সাড়ে পাঁচ লাখেরও বেশি দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন। আড়াই হাজার লাইক পড়েছে ভিডিওটিতে।’

Related Posts
x