
‘পাপিয়া’ কলেজ লাইফ থেকেই অপকর্মের সাথে জড়িত
মহিলা যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ।
পাপিয়া বর্তমান বাংলাদেশের ভাইরাল একজন ব্যক্তি।
যার অপকর্ম ছিল সারা দেশে এবং দেশের বাইরে পর্যন্ত বিস্তৃত।
পাপিয়া কলেজ লাইফ থেকেই অনৈতিক অপকর্মের সাথে জড়িত ছিল।
পাপিয়া নরসিংদী জেলা সরকারি কলেজে পড়া অবস্থায় সে মহিলা হোস্টেলে থাকতো।
2006 সালের দিকে সে ওই নরসিংদী সরকারি কলেজের মহিলা হোস্টেলে ওঠে।
ওই হোস্টেলে ওঠার পর থেকেই সে অনেক দাপটের সাথে চলাফেরা করে।
পরবর্তীতে ওই হোস্টেলের একটি সে নিজের করে নেয়।
ওই রুমে সে অনৈতিক অপকর্ম কাজ করতো।
এবং বহিরাগত ছেলেরাও তারা দাপটে ওই মহিলা হোস্টেলে আসা যাওয়া করত।
কলেজ লাইফ থেকেই সে অন্যান্য মেয়েদেরকে চাপ দিয়ে বা লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে অপকর্ম করে নিতেন পাপিয়া।
এসব পরিচালনা করত মহিলা হোস্টেলের রুম থেকে।
জানা যায় ওই রুমে অন্য কোন মেয়ের প্রবেশ করা নিষেধ ছিল।
যদি কেউ ভুলক্রমে কেউ ঢুকে যেত পাপিয়ার রুমে তাহলে তাকে কৈফত দিতে হতো।
সে কলেজে পড়া অবস্থায় সুমন এর মাধ্যমে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পাপিয়ার পরিচিত হয়।
পাপিয়াকে প্রথমদিকে ওইসব স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা তাকে ব্যবহার করত ।
সেখান থেকেই শুরু হয় পাপিয়ার বেপরোয়া জীবন।
Leave a Reply