March 6, 2020 || 1:38 am

‘পাপিয়ার’ সাথে গ্রেপ্তার হওয়া মেয়েটির সম্পর্কে জানুন..

শামীমা নূর পাপিয়ার সাথে যে মহিলাটি কে গ্রেফতার করা হয়,
তার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আছে।

তার নাম মূলত তাইয়্যেবা ওরফে নূর,
হাই সোসাইটি তে তাকে নুর এবং নিশি বলে সবাই চেনে।

এই তাইয়্যেবা ওরফে নূর ঢাকার ফাইভ স্টার হোটেল গুলোতে মদের বারে নিয়মিত যাওয়া আসা করতো।

তার বয়ফ্রেন্ড জানায়, সে রাত ৮ টার পর এসব ফাইভ স্টার হোটেল গুলোতে আসতো।

তার গ্রামের বাড়ি গাজীপুরে,
এবং তাদের নিজস্ব ফ্ল্যাট আছে বানাইতে,
তাই সে গ্রামের বাড়ি গাজীপুর ছেড়ে বনানীতে থাকতেন।

পাঁচ তারকা হোটেলগুলোতে আসা-যাওয়া করতে করতে শামীমা নূর পাপিয়ার সাথে নিশির পরিচয় হয়ে যায়।

তারপর পাপিয়ার সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে যায় নিশি।

এক বিশিষ্ট ব্যবসায়ী মালিক গ্রুপের ছেলের সাথে নিশির প্রেমের গুঞ্জন শোনা যায়।

Related Posts
x