
পাপিয়ার ভাইরাল ভিডিও
নরসিংদী জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক,
শামিমা নূর পাপিয়া ও তার স্বামী দু’জনকেই ১৫ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।
শনিবার তাদেরকে মাদক ব্যবসা, অর্থপাচার, অল্প বয়সী মেয়েদের কে জোর করে পতিতায় পাঠানো এসবের অভিযোগে গ্রেপ্তার করে র্যাব ।
পাপিয়ার পিস্তল নিয়ে একটি টিকটক ভিডিও এবং আরো দুইটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ।
পাপিয়ার টিকটকের ভিডিও তে পিস্তলের সামনে বসায় একটা পুরুষ,
হঠাৎ করে একটা গুলির আওয়াজ হয়,
তার সাথে সাথেই বের হয় পাপিয়া।
তার হাতে ছিল ওই পিস্তলটি।
আরো যে দুইটা ভিডিও ছিল সেই ভিডিওগুলো তে পাপিয়া শুধু সুর মিলায়,
গানগুলো ছিল একটা আরবি গান আরেকটি বাংলা গান।
Leave a Reply