
পাপিয়ার বিরুদ্ধে দুইটি মামলার তদন্ত করবে র্যাব,
মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া এবং তার স্বামীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়।
পাপিয়াকে অস্ত্র-মাদক এবং জাল টাকার কারবারিরা জন্য,
তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ।
পাপিয়া এবং সুমনের বিরুদ্ধে যে তিনটি মামলা দায়ের করা হয় তার দুটি মামলার তদন্ত করবে র্যাব ।
গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই দুইটি মামলা হস্তান্তর করে র্যাবের কাছে ।
র্যাব-১-এর পরিচালক ‘শফি উল্লাহ বুলবুল’ গণমাধ্যমের কাছে এই তথ্য জানিয়েছেন।
এদিকে পাপিয়াকে নিয়ে মিথ্যা ও অসত্য সংবাদ প্রচারের জন্য মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান এবং ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ।
মামলাটি করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ।
র্যাব সূত্রে জানা যায়, গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুইটি মামলা তদন্তের আদেশ দেয় র্যাব কে।
তারপর মঙ্গলবারে ওই মামলা গুলোর নথিপত্র বুঝিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র মামলা এবং মাদক মামলার তদন্ত করবে র্যাব।
এবং জাল টাকা নোটের তদন্তের মামলা পুলিশের কাছে।
Leave a Reply