
পাপিয়ার এইচআইভি পরীক্ষা করতে হবে; আলাল
বিএনপি’র যুগ্ম মহাসচিব এবং যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বলেছেন।
মেডিকেল সর্বোচ্চ টিম গঠন করে,
পাপিয়া এবং তার সঙ্গী মেয়েদেরকে এইচআইভি পরীক্ষা করা হোক ।
যদি পাপিয়া এবং তার সঙ্গী মেয়েদের এইচআইভি পাওয়া যায়,
তাহলে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের এইচআইভি পরীক্ষা করা হোক, যাদের সাথে পাপিয়ার সম্পর্ক ছিল ।
যদি তাদের মাঝে এইচআইভি পাওয়া যায়, তাহলে তাদেরকে গ্রেফতার করা হোক,
যেন সারা দেশে এইচআইভি না ছড়াতে পারে ।
গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেতারা এসব কথা বলেন ।
আলাল আরো বলেন..
আমরা যখন বেগম খালেদা জিয়ার জামিনের কথা বলি,
তখন আওয়ামী লীগ এর নেতারা বলে এসব নাকি সংবিধানে নেই।
এ দেশের প্রতিটা মানুষের পাঁচটি মৌলিক অধিকার,
সুতরাং খালেদা জিয়ার জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার ।
Leave a Reply