
পাওয়া গেল করোনাভাইরাস থেকে জীবন রক্ষাকারী প্রথম ঔষধ!
করোনাভাইরাস থেকে জীবন রক্ষার জন্য প্রথম ঔষধ পাওয়া গেছে!




সস্তা ও ব্যাপকভাবে সহজলভ্য ঔষধ ডেক্সামেথাসোন,
করোনা আক্রান্ত ব্যক্তি গুরুতর হলে এই ঔষধের মাধ্যমে তার জীবন বাঁচাতে পারে বলে দাবি করেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা।




জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে এই স্বল্পমাত্রার ঔষধটি।




ঔষধ ব্যাবহারের ফলে ভেন্টিলেটরে থাকা রোগীর সংখ্যা কমে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আর যারা অক্সিজেন এর সাহায্যে বেঁচে থাকে তাদের এমন ঝুঁকিপূর্ণতা কমে যাবে।




অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা দলের প্রধান অনুসন্ধানকারী ও অধ্যাপক পিটার হরবি বলেন,
এটাই একমাত্র ওষুধ।




যার প্রয়োগে মৃত্যুহার কমতে দেখা গেছে এবং সত্যিকার অর্থেই বেশ ভালো পরিমাণে কমে।
এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।




Leave a Reply