পবিত্র ‘কোরবানির ঈদে’র তারিখ ঘোষণা

মুসলিম উম্মাহদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা এবং ঈদুল ফিতর।
মুসলমানদের ধর্মীয় উৎসব গুলো চাঁদ দেখার উপর নির্ভর করে।

মুসলমানেরা চাঁদ দেখে এই পবিত্র দুই ঈদ পালন করে।
ঈদুল ফিতর পালন করা হয় আরবি মাসের ১ শাওয়াল,
এবং ঈদুল আযহা পালন করা ১০ ই জিলহজ।

মুসলমানদের সকল ধরনের ধর্মীয় উৎসবগুলো চাঁদের উপর নির্ভর করে,
চাঁদ দেখা ছাড়া নিশ্চিত করে বলা যায় না মুসলমানদের ধর্মীয় উৎসবের দিন গুলো।

তবে আগামী ঈদুল আযহার সম্ভাব্য তারিখ হতে পারে ৩১ শে জুলাই,
৩১ শে জুলাই ‘ঈদুল আযহা’ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই তারিখটি নির্ভর করবে চাঁদ দেখার উপর)

টাইমঅ্যান্ডডেট ডটকম তাদের ওয়েবসাইটে বলা হয়েছে ২০২০ সালের ঈদুল আযহা অনুষ্ঠিত হবে ৩১ শে জুলাই।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ রোববার সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে।

সেদিন (২১ জুলাই) সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় তবে ২২ জুলাই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

৩১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *