নিপা ভাইরাসের জন্য ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে


মানিকগঞ্জ, ০৪ ফেব্রুয়ারি – স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে দলের নেতারা সাজাপ্রাপ্ত, বিদেশে পালিয়ে আছে, ওই দলের কোনো ভবিষ্যৎ নেই। যে দল বাংলাদেশের কোনো উন্নয়ন করতে পারবে না তাদের কাছে দেশ নিরাপদ নয়। শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে বেছে নেবেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে এক মাসব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা গুজব ছড়িয়ে ছিলো যে, গঙ্গার পানি ভরে মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এসব গুজব ছড়িয়ে কোনো লাভ হয়নি। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ ভ্যাকসিন নিয়েছে। সারাবিশ্বে বাংলাদেশ ভ্যাকসিনে ৫ম হলেও জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশ বিশ্বে প্রথমস্থান অর্জন করেছে।

মন্ত্রী আরও বলেন, নিপা ভাইরাস একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তের মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, কোনো ওষুধ এবং চিকিৎসা নেই। তাই আমাদের সাবধান থাকতে হবে। বাদুরের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপা ছড়ায়। তাই খেজুরের রস খাওয়া থেকে আমাদের সর্তক থাকতে হবে। আমাদের দেশে এবার ৮ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫ জন মৃত্যুবরণ করেছে। নতুন কোনো আক্রান্ত নেই। নিপা ভাইরাসের জন্য ২টি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে।

অপর দিকে, রাতে মানিকগঞ্জ সদর উপজেলা শুভ্র সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার ব্যক্তিগত উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করেন। এতে সরকারি কর্মকর্তা, রাজনীতিবীদ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নিপা ভাইরাসের জন্য ২৮টি জেলাকে সর্তক করা হয়েছে first appeared on DesheBideshe.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *