
নারীর প্রতি আকর্ষণ নেই কার?; ‘পাপিয়া’
বর্তমানের আলোচ্য ব্যক্তির পাপিয়া।
পাপিয়াকে অস্ত্র, মাদক এবং জাল টাকা এই তিনটি মামলার কারণে তাদের গ্রেফতার করে র্যাব ।
আদালত পাপিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
পাপিয়াকে রিমান্ডে নেওয়ার পর থেকেই তার মুখ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে ।
পাপিয়াকে প্রশ্ন করা হলে সে অনেক উল্টাপাল্টা উত্তর দেয়,
এবং কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
পাপিয়া কে যৌন ব্যবসার বিষয়ে প্রশ্ন করা হলে,
সে উত্তরে বলে..
নারীদের প্রতি আকর্ষণ কার নেই!
এখন সব দোষ পাপিয়ার হবে কেন?
প্রায় সব পুরুষরাই লোভী ।
এছাড়াও পাপিয়াকে তাঁর এই অবৈধ কর্মের সাথে কারা কারা লিপ্ত আছে,
এই বিষয়ে তিনি অনেক নেতাকর্মীর নাম বলেছেন।
পাপিয়াকে রাশিয়ান থেকে আনা যৌন কর্মীর কথা জিজ্ঞাসা করলে,
পাপিয়া বলেন..
আমরা রাশিয়া থেকে যৌনকর্মী এনেছিলাম,
তিনি একথা স্বীকার করে নিয়েছেন।
Leave a Reply