
নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নাটোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার।
পারভেজ নামক এক মাদ্রাসা শিক্ষক বৃহস্পতিবার (১৪ মে) নাটোর উপজেলার সিংগারদহ গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার হয়ে আহত শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
আটককৃত মাদ্রাসা শিক্ষক পারভেজ নাটোর সদর উপজেলার সিংগারাদহ গ্রামের ইউসুফ আলীর ছেলে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, হাফেজ পারভেজ নাটোর উপজেলার কান্দিভিটা হাফিজিয়া মাদ্রাসার একজন শিক্ষক।
করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে সকল মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় সে বাড়িতে এসে এলাকার কিছু বাচ্চাদেরকে কোরআন পড়া শেখান,
বৃহস্পতিবার সকাল আটটার দিকে সকল ছাত্রছাত্রীকে ছুটি দিয়ে অভিযুক্ত ওই শিশুটিকে আটকে রাখে,
এবং তারপর ওই শিশুটিকে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার হয়ে বাচ্চাটি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে বাচ্চাটিকে উদ্ধার করে,
এবং শিক্ষক পারভেজ ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আহত ওই শিশুটিকে নাটোর হাসপাতালে ভর্তি করানো হয়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ করা হলে অভিযুক্ত ওই আসামি পারভেজকে গ্রেপ্তার করে আনে থানা পুলিশ।
Leave a Reply