March 4, 2020 || 3:29 pm

‘নরেন্দ্র মোদি’র জন্য মাথায় কাফনের কাপড় এবং হাতে জুতা নিয়ে দাঁড়িয়ে থাকবেন; বললেন..হেফাজতে ইসলাম

দিল্লিতে মুসলিম হত্যা এবং মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে,
নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আগমন প্রতিহত করার জন্য ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

গত মঙ্গলবার শহরের মসজিদ থেকে মিছিল বের করে শহরের প্রদক্ষিণ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
এবং পরবর্তীতে তারা একই স্থানে সমাবেশ করে ।

সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা বলেন,
দিল্লিতে এখনো মুসলিম আত্মা চলছে,
অবস্থাতে নরেন্দ্র মোদি বাংলাদেশের মাটিতে পা রাখলে বাংলাদেশ কলঙ্কিত হবে।
এটা বাংলার মানুষ মেনে নেবে না।

বক্তারা আরও বলেন..
মানুষ কাফনের কাপড় মাথায় বেঁধে,
হাতে জুতা নিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকবে নরেন্দ্র মোদির জন্য।

হেফাজতের নেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করে জানিয়েছেন,
মুসলমানদের হৃদয়ের স্পন্দন বুঝতে চেষ্টা করুন।

কোন অবস্থাতেই নরেন্দ্র মোদি যেন বাংলাদেশে না আসে এই ব্যবস্থা করুন ,
এসব কথা বলে হেফাজতের নেতাকর্মীরা।

Related Posts
x