
‘নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া হবে না’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলাম এবং বাংলাদেশের দুশমন বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা নামক একটি সংগঠন।
সংগঠনের নেতারা নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়ে বলেন,
নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেবেন না,
এবং যেকোন মূল্যেই নরেন্দ্র মোদিকে বাংলাদেশ থেকে প্রতারিত করা হবে।
সংগঠনের নেতাকর্মীরা আরো বলেছেন নরেন্দ্র মোদি মুসলমানের উপর নির্যাতন করেছে।
তারা আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
নেতারা বলেন ভারতের দিল্লিতে মুসলমানদের উপর নির্যাতন,
মুসলমানদের মসজিদসহ,
মুসলমানদের বাড়িঘর ভাঙচুর এবং আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে,
এবং মুসলিম হত্যা করেছে।
সারা বিশ্বের মুসলিম এই নির্যাতন মেনে নেবে না বলেছেন সংগঠনের নেতাকর্মীরা।
তারা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে,
নরেন্দ্র মোদিকে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দিতে।
সংগঠনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি ওয়াহিদুল আলম।
Leave a Reply