
নতুন কিট আবিষ্কার, ২০ মিনিটে হয়ে যাবে করোনা পরীক্ষা, যেতে হবেনা ল্যাবে
গোটা পৃথিবীতে চলছে করোনার মহামারী, প্রতিদিন হাজার হাজার মানুষ এই করোনাভাইরাস মৃত্যুবরণ করছে।
এই করোনা পরীক্ষার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করা হয়।
এবং এই করোনা পরীক্ষার জন্য অনেক দেশ কিট আবিষ্কার করেছে।
তাদের ওই কিট গুলো দিয়ে করোনা পরীক্ষার জন্য অনেক সময় লেগে যায়।
এবার ইংল্যান্ডে আবিষ্কার করা হলো ভিন্ন রকম করোনা টেস্ট কিট।
তাদের দাবি এই কিট দিয়ে ২০ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষা করা যাবে।
এবং নিজে থেকেই করোনা পরীক্ষা করতে পারবে, করোনা পরীক্ষার জন্য কোন ল্যাবে যেতে হবে না।
ইংল্যান্ডে এই করোনা টেস্ট কিটকে পিপিআর টেস্ট বলা হয়।
ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার এই কিট গুলো আগের কীটগুলোর থেকে একটু ভিন্ন রকম, এই কীটগুলো কে বলা হয় পিপিআর।
তাদের এই কিট দিয়ে ২০ মিনিটেই করো না পরীক্ষা হয়ে যাবে।
এবং করোনা টেস্ট করার জন্য কোন ল্যাবে যেতে হবে না, নিজে নিজেই করোনা টেস্ট করতে পারবে।
এই কিট ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্য অর্জন করার পর, প্রচুর পরিমাণে করোনা টেস্ট করা হচ্ছে।
এবং গরিব-দুঃখীদের মাঝে বিনামূল্যে করোনা টেস্ট করানো হচ্ছে।
বর্তমানে যে কিট গুলো প্রচলিত আছে,
এগুলো দিয়ে ফলাফল আসতে প্রায় এক দিন সময় লাগে, তাদেরকে চিকিৎসা দিতেও দেরি হয়ে যায়।
তাই গবেষণা করে অল্প সময়ে যেন ফলাফল আসে এই জন্য এই কিট আবিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী।
Leave a Reply