July 12, 2020 || 9:05 am

দ্বিতীয় বিয়ে করলেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত

আবারও বিয়ের পিঁড়ি’তে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকে’টার মোসা’দ্দেক হোসেন সৈকত। শুক্রবার (১০ জুলাই) পারিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেন ২৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার।

মোসাদ্দেকের দ্বি’তীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়ি ময়মন’সিংহ নগরীর তালতলা এলাকায়।
দ্বিতীয় বিয়ের ব্যাপারটি সামাজিক যোগা’যোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন মোসাদ্দেক। শনিবার (১১ জুলাই) রাতে নিজের ফেসবুকের প্রোফা’ইলে তার দ্বিতীয় স্ত্রীর ছবি আপলোড দেন।

এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে ক্যাপ’শনে লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে ২০১২ সালে প্রথম বিয়ে করেন মোসাদ্দেক। তার প্রথম স্ত্রী ছিলেন আপন খালা’তো বোন সামিয়া শারমিন।

তবে তাদের সংসার বেশি’দিন টিকেনি। পারিবারিক’ভাবে মনোমা’লিন্য হওয়ায় প্রথম স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক।

Related Posts
x