May 12, 2020 || 5:38 am

দোকানে ক্রেতা না থাকলে কোরআন তেলাওয়াত করা উত্তম মনে করেন মতি

বয়সের কাছে হার মানেনি রংপুরের সাহেবগঞ্জ এলাকার মতিয়ার রহমান মতি।

তার বয়স প্রায় ৯০ বছর, এরপরও সে নিজেই তার সংসার চালিয়ে যাচ্ছে,
তার ছেলেমেয়ে থাকলেও তারা মতি কে থাকে ভরণপোষণ দেয় না।

তার এলাকায় তার ডাকনাম হিসেবে পরিচিত পুথি পাঠক।
রংপুর সদরের হারাগাছ রোড তার একটি মুদির দোকান আছে।

সে প্রায় সময়ই তার দোকানে বসে থাকে, দোকানে ক্রেতারা না থাকলে কোরআন পাঠ করে সময় কাটান তিনি।

মতি রহমান বলেন, যখন দোকানে ক্রেতা-বিক্রেতার না থাকে ওই সময়টা কোরআন পাঠ করাই উত্তম।
আমি এটা নিয়মিত করি, এটা নিয়মিত করতে আমার ভালো লাগে।

আর আমি মনে করি এটা সর্বোত্তম কাজ।

সংসার সম্পর্কে তার কাছ থেকে জানতে চাওয়া হলে,
সে বলে আমার দুই বউ,
আগের বউ মারা গেছে এবং পরের বউ বেঁচে আছে,
প্রথম বউয়ের দুই ছেলে দুই মেয়ে।

এবং দ্বিতীয় বউয়ের দুই ছেলে,
এদের সবার বিয়ে হয়েছে।

Related Posts
x