
দেশের স্বাস্থ্যখাতে কোথাও কোন সিন্ডিকেট নেই; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
বাংলাদেশের স্বাস্থ্যখা’তে কোথাও কোন সিন্ডিকেট নেই। নিয়মের বাইরে কোথাও কোন কিছু ঘটছে না বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী।




আজ মঙ্গল’বার (১৪ জুলাই) সম্প্রতি স্বাস্থ্য’খাতের বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন।




এ সময় স্বাস্থ্য’মন্ত্রী ডা. জাহিদ মালিক বলেন, নো কমেন্টস, এ বিষয়ে জানি না আমি। নরমাল নিয়ম অনুযায়ী সব কা’জ হয়। নিয়ম অনু’যায়ী কাজ হচ্ছে।




মন্ত্রীর কা’ছ থেকে জানতে চাওয়া হয় জনপ্রশাসন থেকে একটা নথি প্রকাশিত হয়ে’ছে; এরকম একটা কথা বলছে, মন্ত্রী বলেন, আমার জানা নেই।




এদিকে করোনাভা’ইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ডে রয়েছেন জেকেজি’র চেয়ারম্যা’ন ডা. সাবরীনা আরিফ।




এছাড়াও করোনা’র ভুয়া সনদ দেওয়ার অ’ভিযোগে রিজেন্ট হাসপাতালকে সিলগালা করা হয়ে’ছে। একই সঙ্গে হাসপাতা’লটির চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।




Leave a Reply