April 17, 2020 || 1:15 am

তারাবীর নামাজ জামাতে আদায় নিয়ে শীর্ষ আলেমদের জরুরি বৈঠক

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকায় অবস্থানরত আলেমগনেরা এই করোনা ভাইরাসে সামনে তারাবি নিয়ে বৈঠক করেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় তারাবির নামাজ জামাতে আদায় করার ব্যাপারে জরুরি বৈঠক করেন।

এই বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

এই বৈঠকে জামাতের সাথে তারাবির নামাজ, জুমার নামাজ, এবং পাঁচ ওয়াক্ত নামাজের যে সিদ্ধান্ত করা হয়….

সকল সুস্থ ব্যক্তি সরকার ঘোষিত সকল বিধি-বিধান মেনে,
নিজের সকল সুরক্ষা নিশ্চিত করে,
মসজিদে এসে জামাতের সাথে তারাবির নামাজ, জুমার নামাজ, এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আদিষ্ট ।

তাই আজকে এই মজলিসে সবার সম্মতিক্রমে সরকারের কাছে আকুল আবেদন, সকল সুস্থ ব্যক্তিদের জন্য তারাবির নামাজ,
জুমার নামাজ,
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হক ।

এই বৈঠকে উপস্থিত ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী, শায়কুল হাদিস উবায়দুল্লাহ ফারুক।

আরো অনেক ওলামায়ে কেরামগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন ।

Related Posts
x