
ঢাকা-১৮ আসনে এমপি উপনির্বাচনে প্রার্থী হতে চান ‘ভিপি নুর’
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রা’র্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কে’ন্দ্রীয় ছাত্র সংস’দের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।













শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিষয়’টি গণ’মাধ্যমকে জানিয়েছেন নুরুল হক নুর। কয়েকদিন যাবৎ নুরুল হকের সম’র্থকরা সামাজিক যোগা’যোগ মাধ্যমে প্রচার করছেন ঢাকা-১৮ আসনের উপ’নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন।
















বিষয়টি সত্য’তা জানতে চাওয়া হলে নুরুল হক নুর বলেন, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরি’ষদের সবাই চাচ্ছে আমি যেন ঢাকা-১৮ আসনের উপ’নির্বাচনে প্রার্থী হই।
















দেশে একটা অগণ’তান্ত্রিক পরিবেশ চলছে।
ভোট থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে। সাধারণ মানুষকে আবার ভোট’মুখি করতে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা হচ্ছে।
















আপনার কোনো নিবন্ধিত দল নেই সে ক্ষেত্রে স্বত’ন্ত্র নাকি অন্য কোনো দলের হয়ে নির্বাচ’ন করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা বেশি।
















তবে পরিস্থিতি বিবেচনা করে নিব’ন্ধিত কোনো রাজ’নৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারি।
















উল্লখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভা’পতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরা’ষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ।
















তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্য’জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাই’ল্যান্ডের একটি হাসপাতালে মা’রা গেলে আসনটি শূন্য হয়।
















Leave a Reply