সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে’ এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্য%মে ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে কথা বলে ভিডিও’র ঘটনার সত্য’তা পাওয়া গেছে।
ভিডিওচিত্রে দেখা যায়, ওই মোটরসাই’কেল চালক ট্রাফিক সংক্রান্ত কোনও মামলার বিষয় নিয়ে% ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই প্রতিক্রিয়ার এক পর্যায়ে% তিনি নিজের মোটরসাইকেলে পেট্রোল ছড়িয়ে’ আগুন ‘ধরিয়ে দেন। আশেপাশে থাকা লোকজন মোটরসাইকেলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলে এতে ওই’ চালক’ বাধা দেন। তিনি আরও পেট্রোল ঢেলে দিলে মোটরসাইকে’লটিতে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায়।’,
Leave a Reply