
জেসিয়ার গোসল করার ভিডিও ভাইরাল
২০১৭ সালে ‘বাংলাদেশ মিস ওয়ার্ড’ জেসিয়া ইসলাম নির্বাচিত হয়।
মাঝে মাঝে জেসিয়া ইসলামকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হিসেবে দেখা যায়।
এবার সোশ্যাল মিডিয়ায় জেসিয়াকে ভিন্নরূপে দেখা গেল।
এবার দেখা গেল, এক ভিডিওতে জেসিয়া সুইমিংপুলে নেচে নেচে গোসল করতেছেন।
তার এই গোসল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়াও আবার ইনস্ট্রাগ্রামে ভাইরাল করে।
ভিডিওতে দেখা গেল সে সুইমিংপুলে গোসলের সাথে ডান্স করতে, এবং তার সাথে ছিল এক সুন্দরী রমণী।
তাদের দুজনের হাতেই ছিল ড্রিঙ্কসের গ্লাস।
জেসিয়ার ভিডিও পোস্ট করার পর থেকেই গণমাধ্যমে সমালোচনার ঝড় বইছে,
অনেকেই জেসিয়ার বিরুদ্ধে সংস্কৃতি নষ্টের অভিযোগ এনেছে।
জেসিয়া জানায় এসব তিনি কাজের ক্ষেত্রে করেছে।
Leave a Reply