
ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রাম্য ডাক্তার আটক
সাত’ক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পা’ফুল গ্রামে ছয় বছরের এক শিশু কন্যা’কে ধর্ষণের অভিযোগে হীরালাল মণ্ডল ওরফে হারু ডাক্তার (৪৮) নামে এক গ্রাম্য ডাক্তার’কে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তিনি ওই এলাকার নিরা’পদ মণ্ডলের ছেলে।
বুধবার রাত ৯টার দিকে উপ’জেলার চাম্পাফুল গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানী’য় সূত্রে জানা যায়, হারু ডাক্তার ওই গ্রামের ছয় বছরের এক শিশু’কে খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল বলে অভি’যোগ ওঠে। পরে ওই শিশুর পরিবারের সদস্য’দের সন্দেহ হলে তারা শিশুকে জিজ্ঞাসা’বাদের একপর্যায়ে সে ঘটনা স্বীকার করে বলে জানা যায়।
পরবর্তীতে শিশু’টির পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম পুলিশের সহ’যোগিতায় হারুকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ওই গ্রাম্য ডাক্তার’কে আটক করে থানায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার ভার’প্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রাম্য ডাক্তার হীরা’লাল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসা’বাদ করা হচ্ছে।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জা’নান তিনি।
Leave a Reply