April 12, 2020 || 6:48 am

ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগ নেতা বেলাল হোসেনের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার সাহেবের হাট ইউনিয়ন থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত বেলাল হোসেন সাহেবের হাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

বেলাল হোসেন সাহেবের হাট গ্রামের বাসিন্দা এবং তার বাবা মৃত নুরুজ্জামান।

বেলাল হোসেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বেলাল হোসেনের বড় ভাই ভোর বেলায় তাদের রাইস মিলে ঝুলন্ত মৃত অবস্থায় তাকে দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে বেলাল হোসেন নিজে আত্মহত্যা করেছে।

সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানায়,
খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ধারণা করেন সে নিজে আত্মহত্যা করেছে।

পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

কমলনগর থানার ওসি মোঃ নুরুল আবসার বলেন,
খবর পেয়ে সে ঘটনাস্থলে যায়
এবং লাশটাকে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Related Posts
x