
চীন সেনাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং
সারা বিশ্বে চলছে করোনা ভাইরাসের মহামারী,
এর মধ্যেই ভারত এবং চীনের মধ্যে চলছে চরম উত্তেজনা।
কয়েকটি অমীমাংসিত জায়গা নিয়ে ভারত এবং চীনের মধ্যে চলছে এই উত্তেজনা।
এই ঘটনাকে কেন্দ্র করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে সর্বোত্তম রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
মঙ্গলবার (২৬ মে) আইনশৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কে নিয়ে এক বৈঠকে তিনি তাদেরকে এ নির্দেশ দেন।
তবে সেই সময়ে চীনের প্রেসিডেন্ট কোন দেশের নাম উল্লেখ করে এসব কথা বলেনি।
ভারতের লাদাখ সীমান্তে চলছে ভারত এবং চীনের মধ্যে চরম উত্তেজনা।
লাদাখের কিছু সীমান্ত অঞ্চলে ভারত এবং চীনের সেনাবাহিনী মুখোমুখি ভাবে অবস্থান করছে, এবং তারা উভয়ে সবকিছু প্রস্তুতি নিয়ে মুখোমুখি অবস্থান করছে।
এর মাঝে আবার দক্ষিণ চীন সাগরের সাথে মার্কিন সেনাদের মতবিরোধ রয়েছে,
এর পাশাপাশি এই করোনাভাইরাস কে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মাঝে চলছে বাকযুদ্ধ।
এমন পরিস্থিতির মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন নির্দেশ দিলেন চীন সেনাদের কে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়,
সেনাবাহিনীকে বাজে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং।
এই নির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি আরো বলেছেন যুদ্ধের জন্য নিজেদেরকে তৈরি করার জন্য, নিজেদেরকে ক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর জন্য।
Leave a Reply