
চীন আবিষ্কার করল করোনার ঔষধ, যা শরীরে ঢুকেই গিলে ফেলবে ভাইরাসকে
অবশেষে চীন আবিষ্কার করল করোনা প্রতিরোধক।
করোনা মোকাবেলায় চীন বানালো ন্যানোম্যাটেরিয়াল।
যা শরীরে মধ্যে ঢুকে মুহূর্তের মধ্যে করোনাভাইরাস কে গিলে ফেলবে।
এমনটাই দাবি করছে চীনা গবেষকেরা।
চীনে সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক নতুন টুইটের বার্তায় আশার আলো পেয়েছে গোটা বিশ্ব।
এই টুইটে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় এটি প্রস্তুত।
চীনা গবেষকদের দাবি, ঔষধ প্রয়োগ করে ৯৬.৫-৯৯.৯% লোকের সাফল্য পাওয়া গেছে ।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়েছে,
করোনাভাইরাস মোকাবেলায় গবেষকরা ন্যানোম্যাটেরিয়াল আবিষ্কার করেছে,
যা প্রয়োগ করা মাত্র শরীর থেকে করোনাভাইরাস শুষে নেবে।
৯৯.৯ শতাংশ করোনা ভাইরাস নিষ্ক্রিয় করে ফেলে।
বৈজ্ঞানিকরা এটিকে ওষধ বা ভ্যাকসিন বলতে রাজি নয়।
এটি একটি জৈবিক অস্ত্র যা করোনার সাথে লড়াই করার জন্য তৈরি করা হয়েছে।
Leave a Reply