June 6, 2020 || 1:40 am

চীনে নতুন সেনা কমান্ডার নিয়োগ, ভারত এবং চীন সীমান্তে বাড়বে চরম উত্তেজনা

বর্তমান করোনার কঠিন পরিস্থিতির মধ্যেও ভারত এবং চীন সীমান্তে চলছে চরম উত্তেজনা।

উত্তেজনা কে কেন্দ্র করে চীন সরকার নতুন সেনা কমান্ডার নিয়োগ দিয়েছে বলে জানা যায়।

ওইসব সেনা কমান্ডার গুলো হয়তো চীনের সীমান্ত গুলোতে অবস্থান করবে বলে মনে করা হয়।

চীন এবং ভারতের মধ্যকার সম্পর্ক ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হলে নতুন করে কমান্ডার নিয়োগ এর ফলে এই সম্পর্ক আবার অবনতির হতে পারে।

চিনের সেনা পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার নিযুক্ত হয়েছেন জেনারেল জু ওইলিং।

কূটনীতিবিদরা মনে করছেন নতুন কমান্ডার নিয়োগ দেওয়ার ফলে চীন সীমান্ত গুলোতে আবার চরম উত্তেজনা হতে পারে বলে মনে করেন কূটনীতিবিদরা।

চায়নার একটি রাষ্ট্রীয় গণমাধ্যম বরাতে এই খবরটি নিশ্চিত করেছে ভারতের একটি গণমাধ্যম।

চীনের ওই রিপোর্টের সূত্রে জানা গিয়েছে, জেনারেল জু ওইলিং জেনারেল ঝাও জোঙ্গকির অধীনে কাজ করবেন।
ঝাও এক সময় ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার ছিলেন।
তিনি পদাতিক, বিমান সেনা এবং রকেট ফোর্সের পুরো বিষয় দেখভাল করতেন।

চীনের সেনাবাহিনীর পাঁচটি থিয়েটারের মধ্যে এই ওয়েস্টার্ন থিয়েটারের উপর ভারত-চীন সীমান্তের নিরাপত্তার ভার ন্যস্ত।

আবার ২০১৭ সালে যখন ডোকালাম সীমান্তে কয়েক মাস ধরে ভারত-চীন সীমান্ত বিবাদ চলছিল তখনও ওয়েস্টার্ন থিয়েটারের দায়িত্বে ছিলেন এই জেনারেল ঝাও।

তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। ভারত-চীন সেনা মোতায়েন সংক্রান্ত বিষয়ে জেনারেল ঝাও জোঙ্গকি এবং জেনারেল জু ওইলিং এই দুই সেনা কর্মকর্তাই সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে।

Related Posts
x