
‘চিয়ার্স’ অভিনেত্রী কার্স্টি অ্যালি মারা গেছেন

পারিবারিক বিবৃতি অনুসারে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। বিবৃতিতে তার সন্তানেরা লিখেছেন, “আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মমতাময়ী মা মারা গেছেন।
তিনি পর্দায় যতটা আইকনিক ছিলেন, বাস্তবেও অসাধারন একজন মা ও দাদী ছিলেন। ”
১৯৮০ এবং ৯০ এর দশকে কমেডি সিরিজ ‘চিয়ার্স’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি সর্বাধিক পরিচিত। অভিনেতা টেড ড্যানসনের বিপরীতে রেবেকা হাওয়ে চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জনপ্রিয়তার শীর্ষ থাকা শো’তে যোগদানের পর তিনি ১৪৭ টি পর্বে অভিনয় করেন এবং ১৯৯৩ সাল পর্যন্ত শো’টির শেষ পর্যন্ত ছিলেন। জনপ্রিয় সিরিজটিতে পাব ম্যানেজার হিসেবে অভিনয় করে এমি পুরস্কার জিতে নেন অভিনেত্রী।
এছাড়া ‘স্টার ট্রেক ২: দ্য রাথ অফ খান’, ‘ড্রপ ডেড গর্জিয়াস’ এন্ড ‘দ্য লুক হু’স টকিং’ সিরিজেও অভিনয় করেছেন অ্যালি। ১৯৯৩ ‘ডেভিডস মাদার’ নামে একটি টিভি চলচ্চিত্রের জন্য তিনি সেরা প্রধান অভিনেত্রী হিসেবে দ্বিতীয় এমি জিতেছিলেন।
আইএ/ ৬ ডিসেম্বর ২০২২
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘চিয়ার্স’ অভিনেত্রী কার্স্টি অ্যালি মারা গেছেন first appeared on DesheBideshe.
Leave a Reply