চিনের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত; ভারতীয় সেনা

চিনের সঙ্গে লড়াই যে লম্বা হতে চলেছে, সে ইঙ্গিত অনেক আগেই মিলেছে। প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট এবং দেপসাং উপত্যকা থেকে সেনা সরাতে রাজি নয় চিন।

ভারত ভূখণ্ডে অনুপ্রবেশের আগের অবস্থানে অর্থাৎ ৫ মে’র আগেকার অবস্থানে সরে যেতে নারাজ পিপলস লিবারেশন আর্মি (PLA)। এই পরিস্থিতিতে চিনাদের হটাতে দীর্ঘ লড়াই প্রয়োজন।

কিন্তু সমস্যা হল সামনে শীতকাল। লাদাখের তাপমাত্রা শীতের সময় হিমাঙ্কের অনেকটা নিচে নেমে যায়। সেই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করা তো দূরের কথা, সীমান্তে টহলদারিই দুষ্কর হয়ে যায়।

কিন্তু ভারতীয় সেনা (Indian Army) সমস্তরকম পরিস্থিতির জন্যই তৈরি। মঙ্গলবার সেনার তরফে তেমনটাই জানানো হয়েছে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিকে।

চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের (Bipin Rawat) নেতৃত্বে সেনার শীর্ষ আধিকারিকরা প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিকে জানিয়েছে, চিন সীমান্তে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে।

তবে, যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতীয় সেনা পুরোপুরি প্রস্তুত। ভারত চিনের বিরুদ্ধে লম্বা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে।

এমনকী, শীতকালের বিপজ্জনক পরিস্থিতিতেও আমরা লড়াইয়ের প্রস্তুতি সেরে রেখেছি।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *