
চরম উত্তেজনার মাঝেই লাদাখে সফর করতে গেলেন ‘নরেন্দ্র মোদী’
ভারত এবং চীনের মধ্যে চলছে চরম উত্তেজনা,
তাদের মাঝে এই উত্তেজনা কয়েক দফা বৈঠক করেও নিরসন হয়নি।




লাদাখে ভারত সেনাদের মনোবল বৃদ্ধি করার জন্য অঘোষিতভাবে সফর করলেন ভারত সরকার নরেন্দ্র মোদি।




নরেন্দ্র মোদি তার সেনাদের সরোজমিনে দেখার জন্য সেখানে সফর করেছেন বলে জানা যায়।
নরেন্দ্র মোদির সফরকালে তার সঙ্গী হিসেবে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনা প্রধান এম এম নরবনে সহ উর্ধ্বতন সেনা কর্মকর্তরা।




বিশেষজ্ঞরা ধারণা করছেন, নরেন্দ্র মোদি তার সেনাবাহিনীর মনোবল বাড়ানোর জন্য, লাদাখের পরিস্থিতি সরোজমিনে দেখার জন্য তিনি এই সফর করেছেন।




ভারতের গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়ার’ এক খবরে বলা হয়েছে, শুক্রবার (৩ জুলাই) সকালে নরেন্দ্র মোদি লাদাখে গিয়ে পৌঁছেন।




নরেন্দ্র মোদী সেখানে গিয়ে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং ইন্দো টিবেটান বর্ডার পোস্ট বা আইটিবিপি-র জওয়ানদের সঙ্গে কথা বলেন।




লাদাখে নরেন্দ্র মোদী সফর করার ১ দিন আগে ভারত এবং চীনের কোর কমান্ডারদের বৈঠক হয়।
সেখানে সেনা সরিয়ে আনা নিয়ে দীর্ঘ সময় ধরে আবার বৈঠক করেন ।




অঘোষিত নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানিয়েছে লাদাখে অবস্থানরত ইন্ডিয়ান সেনা, কমান্ডারেরা।
নরেন্দ্র মোদী সেখানে গিয়েছেন এবং তার সেনাদের সাথে মতবিনিময় করেছেন।




সেইসাথে নরেন্দ্র মোদি তাদের অবস্থান সম্পর্কে খুব ভালোভাবে উপলব্দি করেছেন।
Leave a Reply